কীভাবে ফেসবুক পোস্টে Like বা Reaction সংখ্যা Hide করবেন।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ফেসবুক পোস্টে বা ছবিতে কীভাবে Like বা Reaction সংখ্যা Hide করে।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া ফেসবুক। আমরা সকলেই ফেসবুক ব্যাবহার করি। এবং প্রতিনিয়ত কোনো না কোনো পোস্ট করি। পোস্টের Like বা Reaction গুলো দেখা যায়। আমরা ইচ্ছা করলে এগুলো Hide করে দিতে পারি। যা নিজের কাছে বা আপনার ফেসবুক বন্ধুদের কাছে বেশ রোমাঞ্চও বা ভিন্নতা দেখাবে।



Facebook post and picture Like and Reaction Hide:-

. প্রথমেই আমাদের Facebook App সংগ্রহ করে নিতে হবে। তারপর Facebook app টি ওপেন করবেন। 

. ৩ মেনুতে ক্লিক করে setting & privacy তে যেতে হবে। 



. তারপর Settings অপশনে ক্লিক করবেন।



. Settings এ আসার পর Reactions preferences  ক্লিক করবেন।



5. সবশেষে ধাপ On Your posts অপশন চালু করে দিবেন। 

কাজ শেষ এখন আপনার বন্ধুর ফেসবুক একাউন্ট বা অন্য একাউন্ট থেকে আপনার ফেসবুক পোস্টের Like & Reaction Hide দেখতে পাবেন। 





Next Post
No Comment
Add Comment
comment url