Samsung galaxy a53 5g review । a53 price in bangladesh
স্যামসাং কোম্পানির বিভিন্ন ফোনের মডেল বাজারে এসেছে ইতিমধ্যে এবং অনেক উন্নতি করেছে। বিশেষ করে বলতে হয় স্যামসাং গ্যালাক্সি a53 5g অত্যান্ত জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের বাজারেঅ। এটি কিছুদিন আগে বাজারে ছাড়া হয়েছে আমরা জানি স্যামসাং এ সিরিজের মোবাইল ফোন গুলো অত্যন্ত ভালো এবং কম দামের মধ্যে অনেক সুন্দর। সুন্দর ফল পাওয়া যায় ইতিমধ্যে আমরা গ্যালাক্সি a53 ফোনে কথা বলেছি। কিন্তু এবার আমরা এ ফিফটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি অনেক সুন্দর একটি অত্যন্ত কার্যকর এবং নকশা অত্যন্ত সুন্দর এই ফোনটির প্রসেসর অত্যান্ত শক্তিশালী।
samsung galaxy a53 5g price in bangladesh
43,999৳
Samsung Galaxy A53 পর্যালোচনা: ডিজাইন
Samsung Galaxy A53 এই ফোনটি 6.5 ইঞ্চি ডিসপ্লে রাখা হয়েছে। এটি অত্যন্ত হালকা এবং আরামদায়ক মনে হয়েছে। আমার কাছে এই ফোনের ডিজাইন অত্যন্ত সুন্দর এবং কারুকার্য মনমুগ্ধকর। এ ফোনটি অতিরিক্ত ভারি না অন্যান্য ফোনের মত একটি অতিরিক্ত ভারী নয়। আমার কাছে ফোনটি হালকা মনে হয়েছে এই ফোনের ডিসপ্লে বড় হওয়ায় এবং এর নকশা সুন্দর হওয়ার কারণে ফোনটি অনেক সৌন্দর্য পূর্ণ। এতে ব্যবহার করা হয়েছে দুইটি বাটন এবং অফ অন বাটন এছাড়া স্কিনে ফিংগার পিন রয়েছে। ফিংগারপিন এর কালার সবুজ, সাদা ইত্যাদি করা যায়।
স্যামসাংয়ের এ ফোনটি তিনটি কালার বাজারে পাওয়া যায় নীল, সাদা ও আকাশী। তবে বলা যাবে বলা যায় এ ফোনটি স্যামসাং গ্যালাক্সি a53 এর মত অনেকটাই এর ক্যামেরা অ্যাঙ্গেল অনেকটাই মিল রয়েছে। a52 এর সাথে চারিপাশে বিভিন্ন রং এর মিল রয়েছে রঙ দেখা যায়।
Samsung Galaxy A53 review: Display
এই ফোনটিতে 6.5 ইঞ্চি ডিসপ্লে রাখা হয়েছে। স্যামসাং Galaxy A53 ফোন এর মতে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে। রঙিন সমৃদ্ধ বিস্তারিত বিদ্যামান এছাড়া সম্পূর্ণ এইচডি রেজুলেশন 4 পিক্সেল সর্বাধিক লক্ষ্য করা যায়।