Oppo A54 5G review ।। Oppo A54 5G price in bangladesh
Oppo A54 5G price in bangladesh
4GB+64GB- 28,000 Taka
Oppo A54 5G Camera
এই ফোনের ক্যামেরা যতই বলব ততই কম হয়ে যায়। অসাধারণ ক্যামেরা রাখা হয়েছে এই ফোনটিতে মূলত ক্যামেরার কারণে এর জনপ্রিয়তা ব্যাপক। back ক্যামেরা চারটি রাখা হয়েছে। সেগুলো যথাক্রমে 48+8+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর front ক্যামেরা 16 মেগাপিক্সেল শুধু ব্যাক ক্যামেরায় নয় এই ফোনটিতে সেলফি ক্যামেরা অনেক সুন্দর। অসাধারণ সেলফি পিক আসে এই ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে অসাধারণ ভিডিও ফুটেজে ধারণ করা যায়। এছাড়া এর ভিডিওর বিশেষত্ব হলো ভিডিও স্লোয়ার ভিডিও ধারণ করা যায়। এছাড়া রয়েছে হাই স্পিড ভিডিও মেকার। আমার কাছে এ ক্যামেরা অসাধারণ লেগেছে। সেলফি ক্যামেরা অত্যন্ত সুন্দর একদম ডিসপ্লের সাইডে রাখা হয়েছে। এর শিল্পী ক্যামেরা সেলফি ক্যামেরা আকারে অনেক ছোট হওয়ার কারণে ডিসপ্লের সৌন্দর্যটা বৃদ্ধি পায়।
Oppo A54 5G design
আমরা আগেই বলেছি এই ফোনটির ডিজাইন অসাধারণ। নতুন করে বলার কিছু নাই তবুও বলতে হয় এই ফোনের নকশা সম্পর্কে। চাইনিজ নকশার সাথে রয়েছে এর হালকা ও পাতলা সাইজের ফোন। ফোনটি মূলত দুইটি কালারের সংমিশ্রণে হয়ে থাকে। একটি ফোনে দুইটা কালার সংমিশ্রণ দেওয়া হয় সে ক্ষেত্রে সূর্যের আলো যে কোন আলোতে ঝিলিমিলি বা আকর্ষণীয় দেখা যায়। এই ফোনটি যে কারণে এই সিস্টেম ব্যবহার করা হয়েছে আমার কাছে বরাবরই চাইনিজ ডিজাইন সেটগুলো অনেক ভালো লাগে। এ ফোনের ডিসপ্লের চারিপাশে অত্যন্ত সুন্দরভাবে নকশা করা হয়েছে। এছাড়া ক্যামেরা অনেক ছোট রাখার কারণে সেলফি ক্যামেরা অনেক ছোট রাখার কারণে অনেক ভালো দেখায়। ফোনটিকে ডিসপ্লের মাঝে অত্যন্ত সুন্দর বন্ধন তৈরি করে। সামনে দিক থেকে ফ্রন্ট ক্যামেরা অত্যন্ত সুন্দর ক্যামেরা সাইজ লাইট এর নকশা গুলা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। যে কেউ দেখলে এই ফোনটি কে পছন্দ করবে।
Oppo A54 5G Processor
অনেক শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ইলেভেন ব্যবহার করা হয়েছে। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে octa 2.0 ghz এছাড়া র্যাম রম 4/64 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে এতে ব্যবহার করা হয়েছে li-po 500 mph ব্যাটারি অত্যন্ত সুন্দর ও দুর্দান্ত ব্যাটারি সিস্টেম হওয়ার কারণে এর জনপ্রিয়তা অনেক। এছাড়া রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। এ ফোন দ্বারা অনেক ভারি ভারি ফ্রী ফায়ার,পাবজি ,কল অফ ডিউটি অন্যান্য গেম খেলা যায়। খুব সহজে কোন ধরনের আপত্তিকর পরিস্থিতি ছাড়াই এই দামের মধ্যে অ্যান্ড্রয়েড ইলেভেন ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে যা আমার কাছে খুবই আকর্ষনীয় লেগেছে। শুধু আমার না যে কোনো কাস্টমারের কাছে এ প্রসেসর দাঁড়া আকর্ষিত হবে।