korea new lottery 2023 registration date
korea new lottery 2023 registration date
আপনারা সবাই জানেন খুব তাড়াতাড়ি দক্ষিণ কোরিয়া সার্কুলার আসবে। দক্ষিণ কোরিয়ার লোকোবল চাহিদার কারণে নতুন করে আবার সার্কুলার দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ Boesl থেকে তার ঘোষণা দিয়েছে এ মাসের শেষের দিকে অথবা এ সপ্তাহের মধ্যে নতুন করে লটারি সার্কুলার দিবে। korea new lottery 2023 registration date এখনো দেয়নি তবে তারা বলেছে এ মাসের মধ্যেই দিবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কোচিং সেন্টারে পেইজে বলা হয়েছে। পাসপোর্ট প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। খুব তাড়াতাড়ি সার্কুলার দেবে সকলেরই জানা বর্তমানে ভাষা পারদর্শী পরীক্ষা চলছে ভাষা পারদর্শীর আগে ২০২২ সালের শেষের দিকে লটারি দিয়েছিল। সেই লটারি কার্যক্রম শেষ হয়ে লটারিতে উত্তীর্ণ ব্যক্তিগণ সব পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট এর ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি তাদের রোস্টার সম্পূর্ণ হয়েছে বর্তমানে ২০২৩এ ভাষা পারদর্শী সার্কুলার দেয়া হয়েছিল এ সার্কুলারে এপ্রিলের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা চলমান থাকবে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত ভাষা পারদর্শীতে তারা ঘোষণা দিয়েছিল ৬৬০০ জন লোক নেওয়ার এর মধ্যে স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট থেকে ৬০০ লোককে বাদ দেওয়া হবে আর ৬০০০ লোককে রোস্টেভুক্ত করা হবে তাদের কোটা পূরণ না হওয়ার কারণে eps boesl gov bd রেজিস্ট্রেশন 2023 নতুন করে দিবে সকল এখানে রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু তাদের কিছু নিয়মাবলী তারা বেধে রেখেছে। এই নিয়মের মধ্যে সকল কিছু সম্পন্ন করতে হবে তাহলে দক্ষিণ কোরিয়ার যাওয়ার জন্য রোস্টার ভুক্ত হওয়া যাবে।
south korea lottery 2023 apply online
south korea lottery 2023 অনলাইনের মাধ্যমে করতে পারবেন boesl নির্দিষ্ট ডেট দেবে সিলেটের মধ্যে অনলাইনের মাধ্যমে south korea lottery 2023 registration করা যাবে। সকলে পাসপোর্ট প্রস্তুত রাখবেন খুব তাড়াতাড়ি korea lottery 2023 registration date দিবে।
Boesl korea lottery আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান।
- পাসপোর্ট-এর মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে।
- বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর।
- এসএসসি/সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্ট এর মিল থাকা সাপেক্ষে।
- E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করতে সমস্যা নেই।
- যার কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই।
- মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
- কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।
- ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি।
- যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি ।
- যার উপর বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই এবং
- যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছর বেশি থাকেনি।